রুশ যুদ্ধজাহাজ মস্কভাডুবির ঘটনায় নিহত ১, নিখোঁজ ২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২২, ১৫:০৪

কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ মস্কভাডুবির ঘটনায় ১ নাবিক নিহত এবং আরও ২৭ নাবিক নিখোঁজ আছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল শুক্রবার মস্কভাডুবির ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আরটি জানায়, মস্কভা থেকে উদ্ধারকৃত বেশিরভাগ অফিসার, মিডশিপম্যান এবং নাবিক রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরে অন্যান্য জাহাজে কাজ চালিয়ের যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রাশিয়ার নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধাজাহাজ মস্কভাডুবির প্রকৃত কারণ জানা যায়নি। কারণ ইউক্রেন দাবি করেছিল যে, তাদের সেনারা মস্কভায় ক্ষেপণাস্ত্র হামলা করে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে সে দাবি অগ্রাহ্য করা হয়। জাহাজের ভেতরে অগ্নিকাণ্ডের কারণে জাহাজটি বিধ্বস্ত হয়ে বলে দাবি রাশিয়ার।

পরে নিকটবর্তী একটি বন্দরে টেনে নিয়ে যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি ডুবে যায়।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :