ইসারায়েলি হামলাতেও দমেনি ফিলিস্তিনিরা, আল-আকসার জুমায় দেড় লাখ মুসল্লি

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২২, ১৮:১১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২২, ১৮:৪৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূ্র্ব জেরুজালেমে সাম্প্রতিক সময়ে সংঘাত তীব্র হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজীদ প্রঙ্গণেও ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘাত লেগেছে ফিলিস্তিনিদের। এরই মাঝে প্রায় দেড় লাখ মুসল্লি শুক্রবার জুমার নামাজ আদায় করেছে।

আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব জানিয়েছেন, রমজানের তৃতীয় জুমায় আল-আকসার ভেতর ও বাহির মিলে দেড় লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন।

শুক্রবার ফজরের নামাজের পর ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদে রাবার-কোটেড বুলেট, স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে তিন সাংবাদিকসহ অন্তত ৩১ জন ফিলিস্তিনিকে আহত করেছে।

ঘটনার বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ফিলিস্তিনিদের ঢিল ছোঁড়ার জবাবে এই অভিযান চালানো হয়েছে।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ভিতরে ডোম অফ দ্য রকের উপাসনারত ফিলিস্তিনিদের ওপর জুমার নামাজের পরে টিয়ার গ্যাসও ছোঁড়া হয়েছিল।

গত সপ্তাহে ইহুদিদের পাসওভারের উত্সব চলাকালীন পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত ও গ্রেপ্তার হয়েছে। পাসওভারের প্রথম দিন, ১৫ এপ্রিল, ইসরায়েলি বাহিনী কমপক্ষে ১৫৮ ফিলিস্তিনিকে আহত করে এবং ৪০০ জনকে আটক করে। সপ্তাহজুড়ে আরো ডজন খানেক আহত ও গ্রেফতার হয়েছে।

পবিত্র রমজান মাসের যেকোনো সময়ে ফিলিস্তিনিরা অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজীদে প্রবেশ করার অনুমতি পায়। রমজান ছাড়া বছরের বাকি সময় সহজেই ফিলিস্তিনিদের অধিকৃত পূর্ব জেরুজালেমের ভেতরে ও বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়না। রমজানের বাইরে শুধু দুর্লভ সামরিক অনুমতিপত্র পাওয়া সাপেক্ষেই এখানে প্রবেশ করা যায়।

ফিলিস্তিনিরা সংবাদ মাধ্যম আল-জাজিরাকে জানান, তারা সারা বছর আল-আকসায় আসার সুযোগ পান না। তাই রমজান মাস এলেই সকলে এখানে এসে ইবাদত করতে ব্যাকুল হয়ে যান। জেরুজালেমের গুরুত্ব সম্পর্কে তারা তাদের সন্তানদের শিক্ষা দেন। এটা তাদের জন্মভূমি, মুসলিমদের পবিত্রভূমি।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এসএটি)