ছয় বছরে প্রথমবার সানা থেকে বাণিজ্যিক ফ্লাইট স্থগিত

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২২, ১৯:১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইয়েমেনের হুথি বিদ্রোহি নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে বিগত ছয় বছরের মধ্যে প্রথমবার বাণিজ্যিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দেশটিতে চলমান নাকাল পরিস্থিতি ও ভঙ্গুর যুদ্ধবিরতির প্রভাবের কারণে এমনটা হয়েছে বলে দাবি বিশ্লেষকদের।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই মাসের শুরুর দিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং হুথি বিদ্রোহীরা জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে সানা-আম্মান ফ্লাইটটির পরিকল্পনা করেছিল।

চুক্তি অনুযায়ী ৬০ দিনের যুদ্ধবিরতি গত ২ এপ্রিল কার্যকর হয়েছিল। আরব বিশ্বের এই দরিদ্রতম এবং দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে এসে দাঁড়ানো দেশটির সংঘাত মিমাংসায় সমন্বিত আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রচেষ্টা ছিল।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্রপতি আবদ-রাব্বু মনসুর হাদির সমর্থনে ২০১৫ সালের শুরুর দিকে একটি যুদ্ধ শুরু করেছিল। কিন্তু ইরান-সমর্থিত হুথিরা সানা এবং উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ দখল করার কয়েক মাস পরে তারা নির্বাসনে বাধ্য হয়েছিল।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এসএটি)