গোপালগঞ্জে বিভিন্ন কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২২, ২১:২৫

গোপালগঞ্জে বিভিন্ন কাপড়ের দোকান ও বিপনী বিতানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মামুন খান। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌরঙ্গী, কাপরপট্টিসহ বিভিন্ন বিপনী বিতানে অভিযান চালানো হয়। এসময় বেশি দাম নেওয়ার অপরাধে সিমা ক্লথ স্টোর, হট কালেকশন, মা কালী ট্রেডার্স, চন্দ্রমুখী ট্রেডার্স কে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা আদায়ের জন্য কাপরের দাম নিচ্ছিলেন ইচ্ছামতো। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছিলেন। ১ হাজার টাকা মূল্যের জামা-কাপড় ৫ হাজার টাকা মূল্যে বিক্রি করছিলেন তারা। নিম্ন মানের কাপড়কে মানুষের সাথে প্রতারণা করে ধরিয়ে দিচ্ছে ভাল মানের কাপড় বলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মামুন খান জানান, ঈদের বাজারে ক্রেতাদের কাছ থেকে অসঙ্গতিপূর্ণ মূল্য নেওয়ার অপরাধে শহরের বিভিন্ন কাপরের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। সাধারণ ভোক্তারা যাতে প্রতারিত না হয়, তাই ঈদ পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :