মাগুরায় সড়ক দখল করে কাঁচাবাজার, চরম জনদুর্ভোগ

আব্দুল আজিজ, মাগুরা
| আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫:০৭ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২২, ১৫:০৫

চার লেনের সড়ক একটি ব্যস্ত সড়ক। স্বাভাবিক অবস্থায় এই সড়কে কমপক্ষে চারটি বাস-ট্রাক পাশাপাশি চলতে পারে। কিন্তু সড়কের অর্ধেক দখল করে বসানো হয়েছে কাঁচাবাজার। সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট চরম আকারে লেগে থাকে। এই চিত্র দেখা গেছে, মাগুরা জেলা শহরের ঢাকা রোড কাঁচাবাজার এলাকায়।

কয়েকজন ক্রেতার সঙ্গে এ বিষয়ে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা টাইমসকে জানায়, ‘এমন অরাজকতা কেউ দেখেছে কিনা জানা নেই। একটি চার লেন সড়কের অর্ধেক দখল করে দিনের পর দিন বাজার বসলেও কর্তৃপক্ষের টনক নড়ে না। সড়কে যানবাহন চলাচল করতে পারে না। সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হয়।’

একই এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক মো. এনামুল হক বলেন, ‘আমি প্রতিদিন বাইক নিয়ে অফিসে যাতায়াত করি। কিন্তু যে সড়কে চারটি বড় বড় গাড়ি চলতে পারার কথা, সেই সড়কে বাইক চালিয়েও চলাচল করা দায় হয়ে পড়েছে। পুরো সড়কে তিন সারিতে দোকান-পাট সাজিয়ে ব্যবসা করছে হকাররা।’

রাস্তার উপর দোকান সাজিয়ে বসা মো. রফিকুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘আমি প্রতিদিন ৮০ টাকার বিনিময়ে রাস্তার উপর দোকান দিই।’

মো. গোলাম হোসেন বলেন, ‘প্রতিদিন ২০ টাকার বিনিময়ে আমি এখানে একটি দোকান দিই।’

মাগুরা ঢাকা রোড কাচা বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান রকির কাছে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি জনদুর্ভোগের কথা স্বীকার করে জানান, আমি ইতোমধ্যে মাগুরা জেলা প্রশাসক ও মাগুরা পৌর মেয়র মহাদয়কে অবগত করেছি। আশা করি ঈদের পরে আর রাস্তার উপর বাজার থাকবে না।

এ প্রসঙ্গে মাগুরা পৌর মেয়র মো. খুরশিদ হায়দার টুটুল বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। কেউ যদি সড়ক দখল করে বাজার বসিয়ে থাকে, তা উচ্ছেদ করা হবে। জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :