লেবাননে অভিবাসী নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২২, ১৯:০৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

লেবাননের ত্রিপোলি বন্দরনগরীর নিকটবর্তী উত্তর সমুদ্র উপকূলে শনিবার মধ্যরাতে ৬০ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ঘটনার পর ৪৫ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা গেলেও কয়েকজন নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান চলমান ছিল। সোমবার পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করা গেছে বলে বন্দর কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

ত্রিপোলির বন্দর কর্তৃপক্ষের প্রধান আহমেদ তামের বলেন, নিখোঁজদের খোঁজে অনুসন্ধান অভিযান চলমান রয়েছে। সারা রাত উদ্ধার অভিযান চলেছে এবং লেবাননের সেনাবাহিনী সোমবার একজন মহিলার মৃতদেহ খুঁজে পায়। এ নিয়ে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা সাত।

নৌকায় লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনি অভিবাসীরাও ছিল। অতিরিক্ত ভিড়ের কারণে নৌকাটি ডুবে গেছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

অর্থনৈতিক সঙ্কটের কারণে লেবাননের স্থানীয় মুদ্রার মান ৯০ শতাংশের বেশি কমে গেছে। লেবাননের পাশাপাশি সিরিয়ার শরণার্থীরাও ডিঙ্গি নৌকায় চড়ে বিপজ্জনকভাবে সমুদ্রপথে ইউরোপে যাত্রার চেষ্টা করছে।

দুর্ঘটনায় নিহতদের স্বজনরা ত্রিপোলির হাসপাতালের বাইরে অবস্থান করছিল। সেখানে আহতদেরও প্রাথমিক দেওয়া হচ্ছিল বলেও জানায় রয়টার্স।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এসএটি)