ইউক্রেনের ভিনিৎসিয়া অঞ্চলে রাশিয়ার রকেট হামলা, নিহত ৫
প্রকাশ | ২৫ এপ্রিল ২০২২, ২০:৩০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২, ২০:৩২

মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া অঞ্চলের দুটি শহরের লক্ষ্যবস্তুতে সোমবার রকেট হামলা করেছে রাশিয়া। হামলায় পাঁচজন নিহত এবং ১৮ জন আহত হয়েছে বলে আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেগ্রিামে পোস্ট করা এক ভিডিও বার্তায় আঞ্চলিক গভর্নর বোরজভ বলেছেন, রকেটগুলো ঝমেরিঙ্কা এবং কোজ্যাতিন শহরের নিকটবর্তী গুরুত্বপূর্ণ পরিবহণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।
বোরজভের মন্তব্যে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
রাষ্ট্র-চালিত রেল কোম্পানির প্রধানের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার সকালে এক ঘণ্টার ব্যবধানে পশ্চিম ও মধ্য ইউক্রেনে পাঁচটি রেলস্টেশনে হামলা করে রাশিয়া। হতাহতের সংখ্যা যাচাই করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এসএটি)