কৃষ্ণ সাগরের ইউক্রেন উপকূলে ৮ যুদ্ধজাহাজ মোতায়েন রাশিয়ার

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২২, ২১:২৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
রাশিয়ার যুদ্ধজাহাজ- প্রতিকী ছবি

ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের কাছে আটটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে রাশিয়া। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়ানিকের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

টেলিভিশনে প্রচারিত মন্তব্যে মোতুজিয়ানিক বলেছেন, একসঙ্গে ৫৮টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম জাহাজগুলির উপস্থিতি ইউক্রেনের নাগরিকদের হুমকিতে রাখবে।

১৪ এপ্রিল রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট ফ্ল্যাগম্যান যুদ্ধ জাহাজ মস্কভা ডুবে যায়। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড় ক্ষতি।

ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছিলে, দুটি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে মস্কোভাতে হামলা করা হয়। তবে রাশিয়ার জোর দাবি অস্ত্র বিস্ফোরণের তারণে এটি ডুবে যায়।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এসএটি)