টুইটার কিনেই নিচ্ছেন ইলন মাস্ক

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২২, ২১:৪৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২২, ০০:৪৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সম্প্রতি ৪ হাজার ৩০০ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইলন টেসলার সিইও ইলন মাস্ক। তার এই প্রস্তাবে সোমবারই রাজি হতে যাচ্ছে টুইটার কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

টুইটারের বোর্ড টুইটার শেয়ারহোল্ডারদের কাছে লেনদেনের সুপারিশ করার জন্য সোমবার শেয়ার-প্রতি-শেয়ার ৫৪.২০ ডলারের চুক্তি ঘোষণা করতে পারে বলে সূত্রটি জানিয়েছে। নিউইয়র্কে প্রাক-বাজারে ট্রেডিংয়ে টুইটার শেয়ার ৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫১.৫১ ডলারে উন্নিত হয়েছে।

তবে ফোর্বস অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ব্যক্তিগত ক্ষমতায় টুইটার কেনার জন্য আলোচনা করছেন। এই চুক্তির সঙ্গে টেসলা জড়িত নয়।

ইলন মাস্ক বর্তমানে টুইটারে ৯ দশমিক ১ শতাংশ শেয়ারের মালিক এবং সামাজিক যোগাযোগের এই মাধ্যম কোম্পানির দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার।

মাস্ক নিজেও একজন বিখ্যাত টুইটার ব্যবহারকারী। তিনি বলেছেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে বড় করতে কিনে নেওয়া দরকার। পাশাপশি টুইটারকে বাকস্বাধীনতার জন্য প্রকৃত প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে ব্যক্তিগত করে নেওয়া দরকার।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এসএটি)