ইউক্রেনে ন্যাটো ছায়াযুদ্ধ করছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২২, ১৪:০৩
অ- অ+

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেনে ছায়াযুদ্ধে জড়িয়েছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একইসঙ্গে পরমাণু যুদ্ধের হুমকিকেও বাস্তবসম্মত বলে মনে করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল ২৫ এপ্রিল (সোমবার) এক সাক্ষাৎকারে ইউক্রেন ইস্যুতে এই মন্তব্য করেন সের্গেই ল্যাভরভ।

ওই সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘‘ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের অর্থ হচ্ছে ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেছে। এই অস্ত্রগুলো বিশেষ অভিযানের প্রেক্ষাপটে রাশিয়ার সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।‘’

রুশ রাষ্ট্রীয় টেলিভিশন ফার্স্ট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ আরও বলেন,‘ন্যাটো এক অর্থে যুদ্ধে লিপ্ত। তারা (রাশিয়ার বিরুদ্ধে) ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধই।’

টানা দুই মাসের সামরিক অভিযানে পারমাণবিক অস্ত্র প্রয়োগের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বলে স্বীকার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, পারমাণবিক সংঘাতের যথেষ্ট ঝুঁকি রয়েছে। তবে কৃত্রিমভাবে বাড়ানো এ ধরনের ঝুঁকি এড়াতে চায় মস্কো। এটিই আমাদের মূল অবস্থান যার ওপর ভিত্তি করে আমরা কাজ করছি। পারমাণবিক সংঘাতের ঝুঁকি এখন যথেষ্ট।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা