রাশিয়ার একটি গ্রামে ইউক্রেন বাহিনীর হামলা, নিহত ২
প্রকাশ | ২৬ এপ্রিল ২০২২, ১৫:৩১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২২, ১৫:৫৩

রাশিয়ার ঝুরাভলিয়োভকা গ্রামে বোমা হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। বেলগোরোদ অঞ্চলের গভর্নর এই খবর নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, ইউক্রেনের বাহিনীর হামলায় দুই বেসামরিক রুশ নাগরিক নিহত এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন গভর্নর।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে গভর্নর লেখেন, একটি গ্রামকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বেসামরিক বাসিন্দা আহত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এক ব্যক্তি তার হাতে এবং এক নারী গলায় আঘাত পেয়েছেন। এ ছাড়া, ওই এলাকার কিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/আরআর)