ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জাতিসংঘের মহাসচিবের

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২২, ১৬:৩৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইউক্রেনে চলমান সামরিক অভিযান বন্ধে সম্ভাব্য সব রকম পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার মস্কো সফর করছেন আন্তোনিও গুতেরেস। সফরের শুরুতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন আন্তোনিও।

বৈঠকে অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। পাশাপাশি বেসামরিক নাগরিকদের দুর্দশা কমিয়ে আনার ওপরও জোর দেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন আন্তোনিও। সেখানে ইউক্রেনে চলমান সামরিক অভিযান বন্ধে পুতিনকে আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/আরআর)