বাংলাদেশ রেলওয়ের ১৪ কর্মচারীকে চুক্তিভিক্তিক নিয়োগ

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২২, ১৭:১৬

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সংকেত ও টেলিযোগাযোগ বিভাগের অবসরপ্রাপ্ত ১৪ কর্মচারীকে চুক্তিভিক্তিক নিয়েগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ জন কর্মচারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছর মেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাঁরা হলেন- মেইনটেনার সিগ্যানাল গ্রেড-২ শেখ সফিউল ইসলাম, হাসান মো. গোলাম ফারুক, বৈদ্য নাথ মন্ডল, মো. মাহতাব হোসেন, মো. আব্দুর রাজ্জাক প্রধান, জগদীশ চন্দ্র বাছার, মেইনটেনার সিগ্যানাল গ্রেড-৩ মো. আলী আফজাল, টেলিকমিউনিকেশন মেইনটেনার মো. শাহজাহান, মেইনটেনার সহকারী মো. আমির হোসেন, মো. রমজান আলী, মো. দেলোয়ার হোসেন, আশরাফ হোসেন, টেলিকম সহকারী মো. নাজিম উদ্দিন কাজী এবং কর্মকার মো. ফারুক।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এএ/ইএস)