ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ নিহত ১১

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২২, ১০:৪৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় একটি মন্দিরের রথের শোভাযাত্রা বের করার সময় একটি হাই-টেনশন ট্রান্সমিশন লাইনের সংস্পর্শে আসায় শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার ভোররাতে নিকটবর্তী কালিমেদু গ্রামে ঘটনাটি ঘটে। তখন ভগবান অ্যাপার মন্দিরের রথের শোভাযাত্রা বেরিয়েছিল। সেই সময় এক দুর্ঘটনায় এই মর্মান্তিক পরিণতি হয় ভক্তদের। ঘটনায় ভগবান অ্যাপার রথটিও পুরো পুড়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, মন্দিরের গাড়িটি বাঁকানো অবস্থায় ছিল। গাড়িটি ঘুরতে গিয়ে বাধার মুখে পড়ে। এতে গাড়িটি উল্টে যেতে থাকে। এ সময় রথটি ওভারহেড লাইনের সংস্পর্শে আসে এবং আগুনে পুড়ে যায়। এতে রথের ওপর দাঁড়িয়ে থাকা লোকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন।

পুলিশ জানিয়েছে, যারা আহত হয়েছেন তাদের তাঞ্জাভুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

আরও জানা যায়, মিছিলটি তামিলনাড়ুর বার্ষিক রথ উৎসবের একটি অংশ ছিল। ঘটনার সময় টিভি চ্যানেলে সম্প্রচারিত হচ্ছিল সেই রথযাত্রা। মর্মান্তিক ঘটনাটি টিভির ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার ভিডিওতে দেখা যায়, রথটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এএইচ)