রাশিয়ার কিন্ডারগার্টেনে বন্দুক হামলা, নিহত ৪

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২২, ১৫:২২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

রাশিয়ার পশ্চিম প্রান্তের মধ্য ইউলিয়ানভস্ক প্রদেশের একটি গ্রামের কিন্ডারগার্টেন স্কুলে বন্দুকধারীর হামলায় দুই শিশু ও এক শিক্ষিকা নিহত হয়েছেন। পরে ওই হামলাকারী নিজেও আত্মহত্যা করেন।

মঙ্গলবার আঞ্চলিক কর্তৃপক্ষ দেশটির সরকারি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বন্দুকধারীর গুলিতে প্রাণহানির তথ্য জানান।

ইউলিয়ানভস্ক প্রদেশের তথ্য দপ্তরের প্রধান দিমিত্রি কামাল জানান, এক শিক্ষিকা এবং দুজন শিশু গুলিতে আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে আচমকাই হাতে একটি ডাবল ব্যারেল শটগান নিয়ে ২৬ বছরের এক যুবক স্কুলে হাজির হন বলে  পুলিশের বরাতে জানা যায়।

ভেশকায়েম গ্রামের ওই স্কুলটিতে প্রবেশ করার সাথেই চারটি শিশু ও কয়েকজন শিক্ষিকার ওপর গুলি শুরু করেন তিনি। স্কুলটির মূল গেটে ঘটনার সময়ে কোনো নিরাপত্তারক্ষী ছিল না বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

তবে আইনপ্রয়োগকারী সংস্থা সংবাদমাধ্যম তাসকে বলেছে, ‘অভ্যন্তরীণ বিরোধের’ কারণে গুলির ঘটনাটি ঘটে থাকতে পারে। হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

ইউলিয়ানভস্ক প্রদেশের সাবেক গভর্নর সের্গেই মোরোজোভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহত শিশুদের মধ্যে একজনের বয়স ছয় ও অন্যজনের বয়স চার বছর। নিহত ও আহত শিশু বা শিক্ষিকাদের নাম-পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ। আততায়ীর নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে জঙ্গিবাদের কোনো যোগসূত্র নেই জানান তারা। 

(ঢাকাটাইমস/২৭ এপ্রিল/ওএফ)