ব্যতিক্রমী বিধবাদের গল্প ‘বিধবা পরিবার’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২২, ১৪:৫৬

সম্প্রতি নির্মিত হলো ঈদের সাত পর্বের বিশেষ নাটক ‘বিধবা পরিবার’। বরজাহান হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জীব দাস। এসএটিভির ঈদ আয়োজনে প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।

এর গল্পে দেখা যাবে, মা জমিলা বেগম বিধবা হয়েছেন অনেক আগেই। তার চার ছেলের মধ্যে তিন ছেলের আয়োজন করে বিয়ে দিয়েছিল। কিন্তু কারও বউ টেকেনি। না টেকার কারণ হচ্ছে, তিন ভাই তিন রকম। কেউ স্ত্রীকে সন্দেহ করে, কেউ নির্যাতন করে, কেউ বোকা স্বভাবের।

বউগুলো নিজেরাই তাদেরকে ছেড়ে চলে গেছে। বউ চলে যাওয়ার পর তিন ভাই সাদা পোশাক পরে থাকে। গ্রামের সবাই জানে ওই পরিবারের ভাইগুলো বিধবা। বউ চলে যাবার পরও ভাইগুলো ভুলতে পারে না সাবেক স্ত্রীদের। গিয়ে অনুরোধ করে ফিরে আসার জন্য। বিবাহবাষির্কীতে কেক নিয়ে গিয়ে সাবেক স্ত্রীর কাছে অনুরোধ করে কেক কেটে দেওয়ার জন্য।

এমন নানা মজার মজার ঘটনা ঘটে। অবশেষে মা সিদ্ধান্ত নেন, তিন ভাইয়ের আবার বিয়ে দেবেন।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন দিলারা জামান, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, তারিক স্বপন, অপু, আইরিন তানি, সোমা ফেরদৌস, ড. রেজাউল ইসলাম, আব্দুল লতিফ, সাব্বির আহমেদসহ অনেকে। এটি প্রযোজনা করেছেন ড. রেজাউল ইসলাম।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএম/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :