২৮৮ জনবল নেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২২, ১৫:৩৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২, ১৬:০৫

ঢাকাটাইমস ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে ২৩টি ভিন্ন পদে মোট ২৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী  প্রার্থীরা ১৬ মে, ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: পিএ টু অধ্যক্ষ, অফিস তত্ত্বাবধায়ক, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান, ল্যাবরেটরি সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী লাইব্রেরিয়ান, ক্যাশিয়ার, সহকারী লাইব্রেরিয়ান, লাইব্রেরি সহকারী, হাউস কিপার, হোম সিস্টার, আর্টিস্ট, রেকড কীপার, অফিস সহায়ক, টেবিল বয়, নিরাপত্তা প্রহরী, মালি, বাবুর্চি/ সহকারী বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী।

বয়সসীমা: ২১ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

যোগ্যতা: আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলি জানতে বিজ্ঞপ্তি দেখুন।

বেতন: পদভেদে জাতীয় বেতন স্কেল গ্রেড ১৩ থেকে ২০।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে http://dgnm.teletalk.com.bd ওয়েব সাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:১৬ মে, ২০২২।

বিস্তারিত জানতে নিম্নের বিজ্ঞপ্তি দেখুন

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/আরএস)