ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: ২৩ হাজার রুশ সেনা নিহতের দাবি
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২২, ১৫:৪৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২, ১৫:৪৯

টানা দুই মাসের যুদ্ধে প্রায় ২৩ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪০০ রুশ সেনা নিহত হয়।
ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
এক ফেসবুক পোস্টে জেনারেল স্টাফ জানান, দুই মাসের যুদ্ধে মস্কোর ৯৭০টি ট্যাংক, ২ হাজার ৩৮৯ সামরিক গাড়ি, ১৮৭ বিমান এবং ১৫৫টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে।
গত মাসে রাশিয়া দাবি করেছিল, চলমান যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ জন সেনা নিহত এবং চার হাজার মানুষ আহত হয়েছে।
এ ছাড়া, চলতি মাসের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র স্বীকার করেছিলেন, ইউক্রেনে তাদের ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে।
(ঢাকাটাইমস/২৮এপ্রিল/আরআর)