সিংড়ার সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটালেন মেয়র

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২২, ১৬:৫৭

সামিয়া, সুরাইয়া, বর্ষা, মুর্শেদা, রাকিব, তানভির, লাম, হুসেন সহ নাম না জানা প্রায় শতাধিক শিশু। যাদের জন্ম নাটোরের সিংড়া পৌর শহরের বিভিন্ন মহল্লার দরিদ্র পরিবারে। এসব পরিবারে দারিদ্রতা যেন নিত্যসঙ্গী। নুন আনতে যাদের পান্না ফুরায় সেসব দরিদ্র পরিবারের শিশুদের আনন্দ যেন সোনার হরিণ।

আর আসন্ন ঈদকে সামনে রেখে এমন শতাধিক শিশুর মুখে হাসি ফুটালেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। কোলে জড়িয়ে ধরে হাতে তুলে দিলেন নতুন জামা-প্যান্ট, জুতা, স্যান্ডল। দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এসব উপহার পেয়ে সবার মুখে হাসি।

বৃহস্পতিবার দুপুর ২টায় পৌরসভা কার্যালয়ে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে।

মহেশচন্দ্রপুর গ্রামের গৃহিনী রাবেয়া খাতুন বলেন, তার সাত বছরের ছেলে তানভির নতুন পোশাক পেয়ে বেজায় খুশি। এবার ঈদের আনন্দ টা যেন অন্য রকম।

আর চকসিংড়া মহল্লার দিন মজুর সেলিম হোসেন বলেন, দশ বছরের ছেলে রাকিবকে কখনো এক সঙ্গে জামা-প্যান্ট ও জুতা কিনে দিতে পারিনি। পুরো পোশাক উপহার পেয়ে তার ছেলে খুব খুশি।

মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, সমাজের দরিদ্র, অসহায় ও ছিন্নমূল পরিবারের শিশুদের মুখে হাসি ফুটাতে তার এই ব্যতিক্রম উদ্যোগ।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :