নাহিদ হত্যায় পাঁচ শিক্ষার্থী দুদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২২, ১৭:৩২

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষে কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হাসান হত্যা মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ দুপুরে আসামিদেরকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া শিক্ষার্থীরা হলেন- ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।

ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তারের বিষয়টি দুপুরে এক সংবাদ সম্মেলন করে জানান ডিবি প্রধান কেএম হাফিজ আক্তার।

তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট থানায় চারটি মামলা হয়। এরমধ্যে দুটি হত্যা মামলা হয়। ওই দুটি হত্যা মামলার তদন্ত করছে ডিবি। এ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার আশপাশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যক্ষভাবে হামলায় অংশ নেয় এবং সশস্ত্রভাবে হামলার অগ্রভাবিই ছিল বলে শিকার করেছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

গত ১৮ এপ্রিল দিনগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান ও মুরসালিন নামের দুই দোকান কর্মচারী মারা যায়। পর নিহত নাহিদের বাবা নাদিম হোসেন ও মোরসালিনের ভাই বাদী হয়ে নিউমার্কেট থানায় দুটি পৃথক হত্যা মামলা করেন। এ মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :