ঝিনাইদহে প্রায় দুই কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২২, ২২:৫৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক কেজি ৬৭৯ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের দাম এক কোটি ১৬ লাখ ৬৬ হাজার ১০৯ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধীনে বেনীপুর বিওপির টহলদল বুধবার গোপন খবরেরভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য লাইন থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর থানার পিপুলবাড়ীয়া গ্রামের লিচু বাগানের মধ্যে চোরাচালানবিরোধী অভিযান চালায়। ওই অভিযানে বিজিবি টহলদল সেই জায়গা থেকে এক কেজি ৬৭৯ গ্রামের ছোট-বড় মোট নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের দাম এক কোটি ১৬ লাখ ৬৬ হাজার ১০৯ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের বার মহেশপুর থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :