জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২২, ১৫:৪৪

পবিত্র রমজান মাসের শেষ জুমা ছিল আজ। রহমত, মাগফেরাত ও নাজাতের এই মাসের শেষ জুমাতে অংশগ্রহণের জন্য রাজধানীর বায়তুল মোকাররমসহ মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।

আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও জাতির শান্তি কামনা করা হয় মহান আল্লাহর কাছে।

রমজানের শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। রমজানের শেষলগ্নের এই জুমাকে ধর্মপ্রাণ মুসলমানরা যথাযথ সদ্ব্যবহারে চেষ্টা করেন।

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা থেকেই মুসল্লিরা বায়তুল মোকাররমে আসা শুরু করেন। দুপুর ১২টার আগেই পূর্ণ হয়ে যায় মসজিদের ভেতরের মূল অংশ। আজানের পর মসজিদের ওপর-নিচ মুসল্লিতে ভরে যায়।

নামাজের সময় মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। পাশে খোলা জায়গা ও মার্কেটের ভেতরে কাতার করে নামাজ আদায় করেন অনেকে।

এছাড়া রাজধানীসহ সারাদেশেই জুমাতুল বিদা পালন করার খবর পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এমএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :