পুকুরে গোসল করতে নেমে নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২২, ১৬:০৫

পুকুরে গোসল করতে গিয়ে মারা গেলেন হীরামনি মাল (৩৫) নামের এক নারী। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দাড়াগাও চাবাগান পুরান টিলার দূপাছড়া এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য (২৯ এপ্রিল) শুক্রবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে চুনারুঘাট থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকালে এসআই আব্দুল মোতালেব ও এসআই মশিউর রহমান সহ একদল পুলিশ ফায়ারসার্ভিসের সহায়তায় ওই পুকুর থেকে মৃত লাশ উদ্ধার করেন। পরে রাত সাড়ে ৯টায় লাশ চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়। নিহত হীরামনি মাল (৩৫) দাড়াগাও পুরানটিলা এলাকার মৃত ভানু মালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ওই নারী দুপাছড়ায় গোসল করতে যান। সেখানে অসাবধানতাবশত পুকুরের গভীরে চলে গেলে তলিয়ে যান তিনি। এ সময় আশপাশের লোকজন ছড়ায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে থানায় খবর দিলে ফায়ারসার্ভিস ও পুলিশ গিয়ে ওই ছড়া থেকে লাশ উদ্ধার করেন। পরিবারের দাবি, হীরামনি মাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। গোসল করতে পুকুরে গেলে সাঁতার না জানায় এ দুর্ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ জানান, ময়নাতদন্ত শেষে কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :