বিশ্বজুড়ে করোনায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২২, ০৯:৫৭

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৭ হাজার ৫১৫ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ২৫০ জনের। তবে শুক্রবার নতুন আক্রান্ত রোগীর তুলনায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ছিল বেশি। এই দিন কোভিড থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৩৬ জন।

করোনাভাইরাসের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে সর্বশেষ এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণে শীর্ষ জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫২৩ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ১৮৬ জনের।

অন্যদিকে এইদিন করোনায় সর্বোচ্চ মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। এদিন দেশটিতে মারা গেছেন ২৬৩ জন এবং করোনা শনাক্ত হয়েছে ৬২ হাজার ৯৯৩ জনের।

এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫১ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৮৩৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৫৯ হাজার ১১০ জনের। এছাড়া, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৬ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ৮৭৯ জন।

গত একদিনে ইতালিতে নতুন আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৮৬১ জন, মৃত ১৩৩ জনের। ফ্রান্সে নতুন আক্রান্ত ৫০ হাজার ৫৫১ জন, মৃত ১৫৮ জন। দক্ষিণ কোরিয়া নতুন আক্রান্ত ৫০ হাজার ৫৫১ জন, মৃত ১৩৬ জন। যুক্তরাজ্যে মৃত ২১৬ জন, নতুন আক্রান্ত ৭ হাজার ৭১০ জন। ব্রাজিলে মৃত ১৯৫ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ১২২ জন। রাশিয়া মৃত ১৬১ জন, নতুন আক্রান্ত ৭ হাজার ৭১০ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৮৪৫ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪১ হাজার ৩৭৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :