প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটালেন প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২২, ১৫:০১

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা প্রতিবন্ধী শিশুদের সুস্থ ও স্বাভাবিক মানুষের মতো গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। আর আ.লীগ সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

পলক বলেন, ১৩ বছর আগে সিংড়া সন্ত্রাসকবলিত ও উন্নয়নবঞ্চিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়াকে একটি উন্নত ও আধুনিক করেছেন। আর এখন মানবিক, নান্দনিক সিংড়া গড়তে কাজ করছেন। পরপর তিনবার নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই উন্নত, আধুনিক, নিরাপদ সিংড়ায় পরিণত হয়েছে।

রবিবার বেলা ১২টায় পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শতাধিক প্রতিবন্ধীর মাঝে চাল, মুরগি, তেল, লবণ, পিয়াজ, আলু, মসলা, গুঁড়ো দুধ, লাচ্ছা-সেমাই ইত্যাদি ঈদ শুভেচ্ছা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

অনুষ্ঠানে পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

(ঢাকাটাইমস/১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :