মে দিবসে সিংড়ায় ১০ শ্রমিক হলেন রিকশা-ভ্যানের মালিক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২২, ২৩:১৪

মহান মে দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় ১০ জন অসহায় শ্রমিকের মাঝে রিকশা-ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে সিংড়া বাসস্ট্যান্ড চত্বরে শ্রমিক সমাবেশ ও ইফতার মাহফিলে এই সব রিকশা-ভ্যান বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও পাঁচজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ১১ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী পলক বলেন, বঙ্গবন্ধু শ্রমিকদের সম্মান করতেন, ভালোবাসতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন এবং দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করছেন। আমরা প্রতি বছর এই দিনে শ্রমিককে মালিক পরিণত করি। এবারো তার ব্যতিক্রম নয়।

সভায় শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, ইউএনও এমএম সামিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ।

(ঢাকাটাইমস/১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :