সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০২ মে ২০২২, ২০:০৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুই পক্ষের সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরো ২০ জন আহত হন।

নিহত ফরিদ মিয়া (২৬) উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে।

সোমবার বিকালে উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রসুলপুর মধ্য হাটি গ্রামের বাসিন্দা ও নিহতের চাচাত বড় ভাই রফিকুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে রজব আলী ও রাশিদ মিয়া গ্রুপের লোকজন আমাদের ওপর হামলা চালায় বারবার প্রশাসনকে জানিয়েছি সব সময়। এরই জের ধরে দুপুরে নিহত ফরিদ মিয়ার চাচা কাশেম মিয়াকে রজব আলী, রাশিদ মিয়া, গোলাম হোসেন, আব্দুল মন্নাফ গং মারধর করলে নিহত ফরিদ মিয়াসহ কাশেমের আত্মীয় স্বজনরা এগিয়ে গেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষ লিপ্ত হয়। এতে ফরিদ মিয়া, আনোয়ার (২০), উমেদ আলী (৪০), রেশমা (১৮), অরুণা খাতুন (৩৮), জাকির (৩০), রতন মিয়া (২৯) নারীসহ ২০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে গুরুতর আহত ফরিদ মিয়াকে নিহত ঘোষণা করেন চিকিৎসকরা। এর মধ্যে একজনকে সুনামগঞ্জে স্থানান্তর করেন। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে আছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

(ঢাকাটাইমস/২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :