ইদ্রিসের ঈদ উদযাপন ভেস্তে গেছে আতশবাজির আগুনে

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ মে ২০২২, ১৩:১৩ | প্রকাশিত : ০৩ মে ২০২২, ১২:২৭

চাঁদ দেখে আনন্দ উদ্‌যাপন করাটাই কাল হয়ে দাঁড়াল পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ইদ্রিস হাওলাদার নামে এক তরুণের। নিজের তৈরি আতশবাজিতে ঝলসে গেছে তার ডান হাত ও চোখ।

ইন্দুরকানি বাজার সংলগ্ন সেউতিবাড়ীয়া সেতু এলাকায় সোমবার সন্ধ্যায় আতশবাজি ফুটাতে গিয়ে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ইদ্রিস হাওলাদার উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে। তিনি গাড়ি মেরামতের কারখানায় কাজ করেন।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সোমবার সন্ধায় ইদ্রিস হাওলাদার নিজে হাতে বানানো আতশবাজি ফুটিয়ে চাঁদ রাতের আনন্দ উদ্‌যাপন করছিলেন। এ সময় অসাবধানতাবশত আতশবাজিতে ঝলসে যায় তাঁর ডান হাত ও ডান চোখ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

(ঢাকাটাইমস/০৩মে/কেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :