শিমুলিয়া-বাংলাবাজার-মাজিকান্দি

ঝড়ের পরে ফেরি ও নৌযান চালু

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ মে ২০২২, ১৬:২৮ | প্রকাশিত : ০৩ মে ২০২২, ১৬:২৩

বৈরি আবহাওয়ার কারণে কিছু সময় বন্ধ থাকার পর ফের চালু হয়েছে শিমুলিয়া-বাংলাবাজার শিমুলিয়া-মাজিকান্দি নৌরুট।

ঈদের দিন মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টিপাত হয়। এ কারণে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাজিকান্দি নৌরুটে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বিরূপ আবহাওয়ার পরিবর্তন হলে দুই ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ, স্পিডবোট এবং আধাঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চালু হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে লঞ্চ-স্পিডবোট এবং সোয়া ১০টার দিকে ফেরি চালু করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে নৌরুটের পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হলে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সকাল ৯টার দিকে লঞ্চ-স্পিডবোট এবং পৌণে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে বর্তমানে ১০টি ফেরি, ১৫৫টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চ রয়েছে।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক ও সহকারী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘সকাল ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ, দোহার ও নারিশায় কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত শুরু হয়। ঝড়টি শিমুলিয়ার দিকে আসার আশঙ্কায় শিমুলিয়া-বাংলাবাজর এবং শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চ ও স্পিডবোট বন্ধ ঘোষণা করা হয়। তবে ১১টার দিকে আবহাওয়া অনুকূলে এলে আবারো নৌযান চালু করা হয়।’

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় সাময়িকভাবে আধাঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোয়া ১০টা থেকে ফের স্বাভাবিকভাবে যানবাহন পারাপার করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/০৩মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :