সুইডিশ-ইরানি নাগরিক জালালির মৃত্যুদণ্ড দিল ইরান

প্রকাশ | ০৪ মে ২০২২, ১৮:৫৭ | আপডেট: ০৪ মে ২০২২, ১৮:৫৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
আহমেদরেজা জালালি

ইসরায়েলি গোয়েন্দাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সুইডিশ-ইরানি নাগরিক আহমেদরেজা জালালির মৃত্যদণ্ড দিয়েছে ইরানের আদালত। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ বুধবার সংবাদটি জানিয়েছে।  

আইএসএনএ জানিয়েছে, বিশেষজ্ঞ ডাক্তার ও গবেষক আহমেদরেজা জালালিকে ২০১৬ সালে ইরানে একাডেমিক সফরকালে গ্রেপ্তার করা হয়। ২১ মে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

সম্প্রতি ২০১৯ সালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রাক্তন ইরানী প্রসিকিউশন কর্মকর্তা হামিদ নুরিকে সুইডেন কর্তৃপক্ষ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর এই প্রতিবেদনটি সামনে আসে।

নুরির বিরুদ্ধে, ১৯৮৮ সালে ইরানের কারাজের গোহার্দশত কারাগারে সরকারি নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজনৈতিক বন্দীদের হত্যায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করার অভিযোগ রয়েছে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে আইএসএনএ প্রতিবেদনে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সুইডিশ আইন অনুযায়ী,  বিদেশে সংঘটিত আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে অপরাধের জন্য সুইডিশ নাগরিক এবং অন্যান্য নাগরিকদের বিচার করতে পারে আদালত।

(ঢাকাটাইমস/৪মে/এসএটি)