জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ জনের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার

প্রকাশ | ০৪ মে ২০২২, ২০:১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

রাশিয়া জাপানের ৬৩ নাগরিকের ওপর প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও, পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা এবং অন্যান্য সিনিয়র আইন প্রণেতারা।

জাপানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসনের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে জাপান যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রতিক্রিয়া স্বরুপ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে সাংবাদিক ও গবেষকরাও রয়েছেন।

(ঢাকাটাইমস/৪মে/এসএটি)