হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১০

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০২২, ১৮:৫৩

হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার করাব ইউনিয়নের বেকিটেকা ব্রিজের পশ্চিম পাশে রাস্তায় রোড ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের মৃত জজ মিয়ার পুত্র হিরাজ মিয়া (৪০), ধল গ্রামের দুর্লভপুর (এতবারপুর) এলাকার জব্বার মিয়ার ছেলে সামছু মিয়া (৪৫), মৃত আজমত আলীর ছেলে ইছাক আলী (২৭), ভাদগুরি এলাকার নুর মিয়ার ছেলে আব্দুস শহীদ (২২), চুনারুঘাট উপজেলার পাইকপাড়া এলাকার মৃত আলতা মিয়া হরফে আব্দুল হকের পুত্র মোতাব্বির আহমদ (২৫), হুরারকুল এলাকার আব্দুর রউফ প্রকাশ কন্টি মিয়ার ছেলে আবুল কালাম প্রকাশ কামরুল (২৮), কালিগনর এলাকার ফুল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২১), মির্জাপুর এলাকার জমরুত মিয়ার ছেলে আবজল মিয়া (১৯), গোড়ামী এলাকার আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (২২) ও শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই এলাকার তাহের মিয়ার ছেলে জানাঈদ (১৯)।

আটকদের বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদে পুলিশ জানতে পারে- উপজেলার করাব ইউনিয়নের বেকিটেকা ব্রিজের পশ্চিম পাশে রাস্তায় রোড একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে লাখাই থানার ইন্সপেক্টর তদন্ত চম্পক দামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়।

এ তথ্য নিশ্চিত করে পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, ১৫-২০ জন ডাকাত রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ডাকাত দলের বহনকৃত একটি সিএনজি, চাইনিজ কুড়াল, চারটি দেশীয় রামদাসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :