দোপা দিবস উপলক্ষে পথনাটক ‘দোপা ডে’ মঞ্চস্থ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ মে ২০২২, ২০:৫৯ | প্রকাশিত : ০৫ মে ২০২২, ২০:৪২

চীনের উইঘুর জনগণের সাংস্কৃতিক উৎসব দোপা দিবস উপলক্ষে পথনাটক ‘দোপা ডে’ মঞ্চস্থ হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ নাটক মঞ্চস্থ হয়েছে। চীনের উইঘুর মুসলমানদের সাংস্কৃতিক প্রতিকূলতা, হুমকি ও নিপীড়নের প্রতিবাদে সামাদ ভূঁইয়া এবং তার দল এই পথনাটকটি মঞ্চস্থ করে।

দোপা দিবস আন্তর্জাতিকভাবে পালিত উইঘুর জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব, যা ২০০৯ সাল থেকে প্রতি বছর ৫ মে পালিত হয়ে আসছে।

এই পথনাটকের আয়োজন করেছিল ওপেন ডায়ালগ বাংলাদেশ (ওডিবি) নামের একটি সংগঠন যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে উইঘুরদের নিপীড়নের প্রতিবাদে কাজ করে আসছে।

উইঘুর গবেষক ও সমাজকর্মী তাহির ইমিন দোপা উৎসবের সূচনা করেছিল। এই দিনটি চীনের চারপাশে, বিশেষ করে জিনজিয়াংয়ের দক্ষিণ ও উত্তরে পালিত হয়। উৎসবটিকে উইঘুর জাতির সংহতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

দোপা দিবস উপলক্ষে আয়োজিত এই পথনাটকে বাংলাদেশ ও সমগ্র বিশ্বের মুসলিম ভাই ও বোনদের উইঘুর মুসলমানদের নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এছাড়াও, বাংলাদেশ সরকারকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কঠোর করার আহবান জানানো হয়।

(ঢাকাটাইমস/০৫মে/এমএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :