সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

প্রকাশ | ০৫ মে ২০২২, ২১:০৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হুসাইন আলী (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের উপর ওই দুর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন আলী আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে ও কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, হুসাইনসহ কয়েকজন কিশোর বিকালে লাল ব্রিজের উপর ঘুরতে যায়। ব্রিজে রেললাইনের উপর সেলফি তোলার সময় হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈদ স্পেশাল বেনাপোল এক্সপ্রেস ট্রেন হুসাইনকে ধাক্কা দেয়। এতে ব্রিজের নিচে পানিতে পড়ে যায় সে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন তারা।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫মে/এলএ)