সীমান্তে বিএসএফ থাকায় নিশ্চিন্তে ঘুমাতে পারি: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০২২, ২১:১০

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে রয়েছে বলেই নিশ্চিন্তে ঘুমাতে পারেন বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পশ্চিমবঙ্গে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। পরে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

অমিত শাহ বলেন, দেশের সুরক্ষার বিএসএফ জওয়ানরাই করতে পারে। সীমান্তে বিএসএফ রয়েছে বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। ভারত মানবাধিকারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, দেশের সীমান্তে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয়দের মানবাধিকার রক্ষা করে চলেছে। সত্তরের দশকে মুক্তিযুদ্ধের সময় যখন শরণার্থীর ঢল নেমেছিল বঙ্গে, সেই সময়ও ভারতীয় সেনা সদস্যরা বাংলাদেশকে মুক্ত করে সে দেশের মানুষদের মানবাধিকার রক্ষা করেছে।

অমিত শাহ বলেন, আমি জানি যে সব সেনাসদস্যরা সীমান্ত এলাকায় পাহারার দায়িত্বে রয়েছেন তাদের কাজ কতটা কঠিন, আপনাদের সব সময় সতর্ক থাকতে হয়। ভারত-বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি অনুপ্রবেশের সমস্যা রয়েছে। কৌশল বদল করছে অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশকারীদের রোখাই বড় চ্যালেঞ্জ। অনুপ্রবেশকারীদের রুখতে টহলদারি জোর দিতে হবে।

এ ছাড়া, পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করেন অমিত। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন শিগগিরই চালু হবে বলে জানান তিনি। তিনি বলেন,‘‘তৃণমূল সরকার সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি এই জনসভা থেকে বলতে চাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সিএএ চালু হবে। মমতা দিদি অনুপ্রবেশকারীদের পক্ষে, তবে বেআইনিভাবে অনুপ্রবেশ রুখতে আমরা বদ্ধপরিকর, সেই কারণেই সিএএ চালু হবে।’’

(ঢাকাটাইমস/০৫মে/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :