জ্যাক মা’র নামের সঙ্গে মিল হওয়ায় আলীবাবার ক্ষতি ২৬ মিলিয়ন ডলার

প্রকাশ | ০৫ মে ২০২২, ২২:০৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আলীবাবার মালিক জ্যাক মা’র নামের সঙ্গে আটক এক ব্যক্তির নামের মিল থাকায় ২৬ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির।

চীনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ এমন এক সন্দেহভাজনকে আটকের খবর প্রচার করে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। ওই ব্যক্তির নামের শেষে মা শব্দ রয়েছে।

সাম্প্রতিক সময়ে চীনের কমিউনিস্ট সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে জ্যাক মা’র। তাই এমন খবরে সন্দেহ আরও ঘনীভূত হয়।

‘মা’ নামের এই ব্যক্তির আটকে আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা আটক হয়েছেন, এমন আশঙ্কা ও সন্দেহে ই-কমার্স জায়ান্টের শেয়ারে ব্যাপক ধস নামে। এ ঘটনার পর শেয়ারবাজারে আলীবাবা প্রতিষ্ঠানের প্রায় ৯ দশমিক ৪ শতাংশ ধস নামে।

ফলে শেয়ারবাজারে আতঙ্কের সৃষ্টি হলে মুহূর্তেই আলীবাবা প্রায় ২৬ মিলিয়ন ডলার বাজারমূল্য হারায়।

পরে জানা যায়, আটককৃত ব্যাক্তির নামের অংশ তিনটি। জ্যাক মা’র নামের অংশ কেবল দুটি। চীনা ভাষায় তার নাম ‘মা ইউন’।

বিষয়টি স্পষ্ট হওয়ার পর আলিবাবার শেয়ার আবার ঘুরে দাঁড়ায়। দিন শেষে ক্ষতির অধিকাংশই পুষিয়ে নিতে সক্ষম হয় ই-কমার্স জায়ান্টটি।

(ঢাকাটাইমস/০৫মে/ওএফ/আরআর)