ব্রিটিশ গণমাধ্যমগুলো ভুয়া খবর তৈরির কারখানা: রুশ রাষ্ট্রদূত

প্রকাশ | ০৫ মে ২০২২, ২২:৩১ | আপডেট: ০৫ মে ২০২২, ২৩:৪০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ব্রিটিশ গণমাধ্যমগুলো আন্তর্জাতিক অঙ্গনে ভুয়া খবর তৈরি করার কারখানা হিসেবে পরিচিত ও স্বীকৃত বলে মন্তব্য করেছেন তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিওন জাগারিয়ান।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানে তৈরি অস্ত্র ব্যবহার করছে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান সম্প্রতি যে খবর প্রচার করেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাগারিয়ান এ মন্তব্য করেন।

তিনি বুধবার তেহরানে রুশ পত্রিকা ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মস্কোর সঙ্গে তেহরানের সমরাস্ত্র সহযোগিতার পথে আর কোনো প্রতিবন্ধকতা নেই। ইরান তার প্রতিরক্ষা প্রয়োজন পূরণ করতে রাশিয়ার কাছ থেকে যেকোনো অস্ত্র সংগ্রহ করতে পারে।

তিনি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, ইরান ও রাশিয়া দ্বিপক্ষীয় লেনদেনের জন্য বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে যা চালু হলে কোনো নিষেধাজ্ঞা দু’দেশের অর্থনৈতিক লেনদেন বাধাগ্রস্ত করতে পারবে না।

(ঢাকাটাইমস/০৫মে/আরআর)