আ.লীগের পরবর্তী সাধারণ সম্পাদক নিয়ে এখনই কিছু বলতে চান না কাদের

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০২২, ০১:৪৯

আ.লীগের পরবর্তী সাধারণ সম্পাদক পদ নিয়ে এখনই কিছু বলতে চান না দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ নিয়ে এখনই কথা বলা সমীচীন নয়।

বৃহস্পতিবার রাতে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পাশাপাশি টানা দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দলের সাধারণ সম্পাদক পদ নিয়ে জিজ্ঞাসার জবাবে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সাধারণ সম্পাদক পদ নিয়ে এত তাড়াতাড়ি কিছু বলা আমার পক্ষে সমীচীন নয়। যখনি সময় হবে, নির্দেশনা আসবে। তবে সব কিছু দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্র যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশেও একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। বাংলাদেশের সংবিধান সারাবিশ্বে প্রশংসনীয়। বিএনপি নির্বাচনে আসবে, তবে গাধার মতো জল ঘোলা করে নির্বাচনে আসবে। বিএনপিকে আওয়ামী লীগ কেন নির্বাচনে আনবে, নির্বাচন করা বিএনপির অধিকার।

নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যপণ্যের দাম সহনশীল রেখেছেন। তবে ইউক্রেন যুদ্ধের কারণে সকল পণ্যের দাম বেড়ে গেছে। আগামীতে জ্বালানি তেল, গ্যাস, তেল নিত্যপণ্যের দাম আরও বাড়বে।

ব্রিফিংয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং শেষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সেখানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৬মে/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :