ইহুদি নিয়ে ল্যাভরভের মন্তব্য: ক্ষমা চেয়েছেন পুতিন, বলছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মে ২০২২, ০৯:৪৯ | প্রকাশিত : ০৬ মে ২০২২, ০৯:২১

ইহুদি নিয়ে সের্গেই ল্যাভরভের ‘ক্ষমার অযোগ্য’ মন্তব্যের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমা চাওয়ালো ইসরায়েল।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি মন্তব্য করেন, হিটলারের শরীরেও ইহুদি রক্ত ছিল। তার এই মন্তব্যের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর এএফপির

গত রবিবার ইতালির একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ল্যাভরভকে ইউক্রেন সংকট নিয়ে প্রশ্ন করা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি। এরপরও ইউক্রেনকে নাৎসি প্রভাবমুক্ত করতে অভিযান চালানো হয়েছে- রাশিয়ার এমন বক্তব্যের কারণ কী?

এর জবাবে ল্যাভভরভ বলেন, ‘জেলেনস্কি ইহুদি, তাতে কী হয়েছে? এই বাস্তবতার নিরিখে তো ইউক্রেনে নাৎসি শক্তির উপস্থিতি অস্বীকার করা যাবে না। আমি বিশ্বাস করি, হিটলারের শরীরেও ইহুদি রক্ত ছিল। এমনকি তীব্র ইহুদিবিদ্বেষীদের অনেকেই ইহুদি।’

এরপর সের্গেই ল্যাভরভের এ মন্তব্যের ব্যাখ্যা চায় ইসরাইল। দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে ক্ষমা চাইতে বলা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল জার্মানির নাৎসি বাহিনী।

ল্যাভরভ তার মন্তব্যের মধ্য দিয়ে ওই হত্যাকাণ্ডের জন্য ইহুদিদের দায়ী করেছেন বলে মনে করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। লাভরভের মন্তব্য ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেছেন বেনেট।

পুতিন ক্ষমা চাওয়ার পর ইসরায়েল বিবৃতিতে বলেছে, ল্যাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। এ ছাড়া ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি তার মনোভাব পরিষ্কার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

(ঢাকাটাইমস/০৬মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :