ঢাকামুখী মানুষের চাপ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০২২, ১২:৫৯

ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। সকালে যাত্রী ও যানবাহনের চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চাপ বেড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও তা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। দৌলতদিয়া ঘাটে যানবাহন পাড় হতে কিছুটা সময় অপেক্ষা করতে হলেও যাত্রীদের কোনও ধরনের দুর্ভোগ নেই। ঘাটে পৌঁছানো মাত্রই ফেরি পার হতে পারছে মানুষ।

সরেজমিন দেখা গেছে, দৌলতদিয়া প্রান্ত থেকে আসা প্রতিটা ফেরিতেই যানবাহনের সাথে অনেক মানুষ আসছে। তারা মূলত ভেঙে ভেঙে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যাবে। যারা এমন করে আসছেন তাদের প্রায় এক কিলোমিটার হেঁটে লোকাল বাসে উঠে গন্তব্যে যেতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় ২১টি ফেরি দিয়ে ঢাকামুখী যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যেহেতু ছুটি শেষের দিকে তাই আজই অনেক মানুষ ফিরছেন। যাত্রীরা যেভাবে বাড়ি গিয়েছে ঠিক সেভাবেই শহরে ফিরছে।

(ঢাকাটাইমস/০৬মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :