রুশ জেনারেলদের হত্যায় গোয়েন্দা সহায়তার খবর নাকচ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মে ২০২২, ১৬:০২ | প্রকাশিত : ০৬ মে ২০২২, ১৩:২৫

চলমান সামরিক অভিযানে রুশ জেনারেলদের হত্যায় ইউক্রেনের সেনাদের সহযোগিতার যে মার্কিন গোয়েন্দার খবর প্রকাশ হয়েছে তা নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে যুক্তরাষ্ট্র সহায়তা করছে বলে এক সিনিয়র মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল।

খবর এএফপির।

এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, এটা সত্য যে ‘ইউক্রেনীয়দের তাদের দেশকে রক্ষা করতে সহায়তা করার জন্য’ যুক্তরাষ্ট্র কিয়েভের বাহিনীকে সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। তবে যুদ্ধক্ষেত্রে সিনিয়র মার্কিন কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়নি বলে জানান তিনি।

এর আগে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বারবার পরিবর্তনশীল রুশ সেনাবাহিনীর সদর দফতরের অবস্থান সম্পর্কিত তথ্য ইউক্রেনকে সরবরাহ করেছে। নিজেদের গোয়েন্দা তথ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের সমন্বয় করে রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের অবস্থান শনাক্ত করেছে ইউক্রেন। তারপরই ইউক্রেনের সেনারা ওইসব জায়গায় হামলা চালিয়েছে।

গত দুই মাসের বেশি চলমান যুদ্ধে ১৩ জন রুশ জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সেনা কর্মকর্তারা।

বেলারুশের যোগদান নিয়ে মুখ খুলল পেন্টাগন

গত বুধবার বেলারুশের সেনাবাহিনী সামরিক মহড়া শুরুর শিগগিরই তারা রাশিয়ার সঙ্গে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে বেলারুশের চলমান সামরিক অভিযানে যোগদানের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ দাবি করা হয়।

বেলারুশের সশস্ত্র বাহিনীর ওই মহড়া নিয়ে সাংবাদিকদের কিরবি জানান, ইউক্রেন যুদ্ধে বেলারুশ সরাসরি জড়িত হতে চায় এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০৬মে/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :