পাটুরিয়া-আরিচা ঘাটে পরিবহন স্বল্পতায় ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায়

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মে ২০২২, ১৪:০৩ | প্রকাশিত : ০৬ মে ২০২২, ১৩:৩৯

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এরই মধ্যে পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটে বাড়তে শুরু করেছে মানুষের চাপ। তবে পরিবহন স্বল্পতার কারণে ভোগান্তিতে পড়ছেন মানুষ। আর এই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে।

শুক্রবার সকালে পাটুরিয়া-আরিচা ফেরিঘাট এলাকায় ঢাকামুখী মানুষের ভোগান্তির এমন চিত্র দেখা গেছে।

সরজমিনে দেখা যায়, বেলা গড়াতেই মানুষের চাপ বাড়তে শুরু করেছে ফেরি ঘাটে। একে একে মানুষ এসে ভিড় করছেন পাটুরিয়া ও আরিচা ঘাটে। এদের মধ্যে অধিকাংশ যাত্রী ভেঙে ভেঙে এসেছেন। ফলে ঘাট এলাকায় ভেঙে আসা যাত্রীদের উপচেপড়া ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে বাস মালিক-শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এ ছাড়া পরিবহন স্বল্পতার কারণেও অনেকেই বেশি ভাড়া দিয়ে উঠে পড়ছেন গাড়িতে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে।

রাজবাড়ি থেকে ঢাকা আসছেন কাজী জহির। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘অনেকটা সময় আগে ঘাটে এসেছি। কিন্তু গাড়ি কম থাকার কারণে প্রতিটা গাড়িতে ভিড় হচ্ছে। ভেবেছিলাম বেলা বাড়লে গাড়ি বাড়বে, একটু চাপ কমবে। তাই দেরি করলাম। কিন্তু দেখি আস্তে আস্তে ভিড় বাড়ছে।’

এদিকে ভাড়া বেশি নেয়ার অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘ঘাটের থেকে ঢাকার ভাড়া ১২০ টাকা। কিন্তু এখন গাড়ি কম থাকার কারণে ভাড়া নিচ্ছে দুইগুন। বাধ্য হয়েই যেতে হচ্ছে।’

এছাড়া পাটুরিয়া ঘাটে আসা বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীদের সঙ্গে কথা হলে তারা জানান, সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্তু পরিবহণ স্বল্পতার কারণে সকাল ৯টা পর্যন্ত অপেক্ষায় রয়েছেন। দুয়েকটি বাস মাঝে মধ্যে আসলেও যাত্রীদের ভিড়ের কারণে বাসে উঠতে পারেননি তারা। আর ভাড়াও চাওয়া হচ্ছে অনেক বেশি।’

এদিকে শিবালয় বাস মালিক সমিতির সভাপতি আলাল উদ্দিনের সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ভাড়া নেয়ার ব্যাপারে এখনও অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

শিবালয় থানার ওসি শাহিনুর রহমান জানান, যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৬মে/কেআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :