ডেনমার্কের সাত কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

প্রকাশ | ০৬ মে ২০২২, ১৫:১৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

গত মাসে ইউক্রেনে সামরিক অভিযানের জেরে ১৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল ডেনমার্ক। দেশটির এ সিদ্ধান্তের প্রতিবাদে পাল্টা পদক্ষেপ হিসেবে ডেনমার্কের সাত কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।  

বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ডেনমার্কের রাষ্ট্রদূত কারস্টেন সন্দরগার্দকে তলব করে মস্কোর প্রতিবাদের কথা জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত মাসের শুরুতে রাশিয়ার যেসব কূটনীতিকদের ডেনমার্ক বহিষ্কার করেছিল, তার জবাব হিসেবে ডেনমার্কের সাত কূটনীতিককে অবাঞ্চিত ঘোষণা করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব কূটনীতিককে রাশিয়া থেকে দেশে ফিরে যেতে হবে।

এ ছাড়া, রাশিয়ার মতে, ডেনমার্ক অন্ধভাবে মস্কোবিরোধী যে নীতি অনুসরণ করেছে, তাতে মস্কো ও কোপেনহেগেনের মধ্যকার সম্পর্কের মারাত্মক অবনতি হবে।

(খবর বিবিসি)

(ঢাকাটাইমস/০৬মে /আরআর)