দাবদাহের বৈশাখে বসন্তের আমেজ

হাবিবুল্লাহ ফাহাদ, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মে ২০২২, ১৫:৪৭ | প্রকাশিত : ০৭ মে ২০২২, ১৪:২৬

‘আজ কৃষ্ণচূড়ার আবির নিয়ে আকাশ খেলে হলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি।’

বসন্ত বিদায় নিয়েছে বেশ আগে। তবে রেশ কাটেনি এখনো। কৃষ্ণচূড়া, কনকচূড়া, সোনালু, জারুল, হিজলের শোভা দাবদাহের বৈশাখেও ছড়াচ্ছে বসন্তের আমেজ। রাজধানীর পথে পথে ঝাঁ ঝাঁ রোদে ফুটে উঠেছে লাল, হলুদ, বেগুনী ফুলের চেকনাই রূপ। এ যেন অন্যরকম এক নগরী।

ঈদের ছুটির আমেজ কাটেনি শনিবারও। পথঘাট ফাঁকা। বৃহস্পতিবার থেকে অফিস পাড়ার দুয়ার খুললেও উপস্থিতি ছিল কম। অনেকেই একটি দিন ছুটি নিয়ে লম্বা ছুটির অবসরে আছেন। রবিবার থেকে পুরোদমে সরব হবে কর্মব্যস্ত নগরী। ফাঁকা শহরে ফুলের শোভা হৃদয় ছুঁইছে প্রকৃতিপ্রেমীদের।

সুনসান গুলশানের আবাসিক এলাকায় হঠাৎ ‘টিউক টিউক’ ডাক। চোখ তুলে তাকাতেই ধরা দিল টকটকে লাল ঠোঁটের টিয়া। বসে আছে সোনালু ফুলের হলদে ঝালরের আড়ালে। ঝারবাতির মতো ঝুলে আছে। কাঁচা ভাঙা রোদে উজ্জ্বল দেখাচ্ছে আরও। মৃদু হাওয়ায় নীরবে খসে পড়ছে পাপড়ি। হলদে হয়ে আছে সোনালুতলা। বোগেন ভিলিয়া বা বাগান বিলাসও ঝরঝরে হয়ে উঠেছে রোদ-বৃষ্টিতে। কাঠের দুয়ারের চৌকাঠে বাইছে লতাপাতার সংসার।

পথের ধারে ঘন সবুজের মাঝে চোখ আটকে যায় আগুন লাগা লালে। কৃষ্ণচূড়ায় শোভিত বিরিক্ষিটা মাথা উঁচু করে জানান দিচ্ছে তার রূপ। কী মায়াময়! কী মনোমুগ্ধকর! হাতিরঝিলের ধারে সারি সারি গাছের মাঝে আছে কৃষ্ণচূড়াও। কম যায় না বেগুনী ফুলের জারুলও। মিটিমিটি হাসে। বলে, আমিও কম কীসে! এমন সুন্দর রং কটা ফুলের আছে?

জারুলের রূপের কথা শুনতে শুনতে এগিয়ে যেতেই হাত নাড়ে হিজল। দেখতে ঝুমকোর মতো। ফিনফিনে লাল কেশের মতো ফুল। দুলছে বাতাসে। সবুজ পাতার বুক থেকে লতায় লতায় ঝুলে আছে। নীরবে মুখ দেখছে ঝিলের জলে। এত সুন্দর নয়নাভিরাম দৃশ্য কার না হৃদয় ছোঁয়!

সংসদ ভবন এলাকায় যারা গেছেন, তাদের চোখ নিশ্চয়ই এড়ায়নি সোনালু ফুলের মেলা। থোকায় থোকায় জোনাকের মতো জ্বলছে হলদে ফুল। হঠাৎ দুলে উঠে জানান দিচ্ছে, তাদেরও প্রাণ আছে। প্রতিবেশী কৃষ্ণচূড়াও লাল হয়ে আছে। সরবরের স্বচ্ছ জলে রূপ দেখে দেখে।

তেজগাঁওয়ের ব্যস্ত রাস্তাকে আজ চেনাই যাচ্ছে না। কোথাও যানজট দূরের কথা, সামান্য জটলাও নেই। পথের দুধারের বিরিক্ষির বুকে হাওয়ার দাপট। এখানেও আছে টকটকে লাল ফুলের মুগ্ধতা। সব ঘুরে ইস্কাটন গার্ডেনের সচিব নিবাসের দুয়ারে পা রাখতেই পেছন ডাকল কনকচূড়া। হলদে ফুলের আভিজাত্যে চোখ আটকে গেল ফিরে তাকাতেই। তার পাশেই কৃষ্ণচূড়ার লাল উঠোন। কী অপরূপ প্রাকৃতিক মেলবন্ধন। কোনো বিবাদ নেই। বিদ্বেষ নেই। প্রকৃতির থেকেও শেখার আছে অনেক।

ফুল ফোটে কত। ঝরেও যায়। ঋতু বদলায়। এত সুন্দর চারপাশ! চোখ মেলে কেউ দেখে কি কখনো? নাগরিক ব্যস্ততায় ঊর্ধ্বমুখে পথচলা মানুষ কেবল খোঁজে, উন্নতির সিঁড়ি। সময় কোথায় তার, প্রাকৃতিক শোভা দেখার?

(ঢাকাটাইমস/৭ মে/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :