ফরিদগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রকাশ | ০৭ মে ২০২২, ২১:১২

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরের ফরিদগঞ্জে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে আমিন (১৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পিকআপে থাকা আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতরা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শনিবার (০৭ মে) দুপুরে উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত আমিন একই উপজেলার সন্তোষপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে।

আহত মো. রাকিবুল ইসলাম (২২) পার্শ্ববর্তী হাইমচর উপজেলার কমলাপুর গ্রামের মোক্তার আহম্মেদ এবং  রাশেদ খান (২৫) একই গ্রামের শাহাজান খানের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পাশের হাইমচরের মেঘনা নদীপাড়ে যাচ্ছিলেন আমিন দেওয়ান। এরইমধ্যে পশ্চিম লাড়ুয়া এলাকায় পৌঁছালে সড়কের বিপরীত থেকে আসা একটি পিকআপকে সজোরে ধাক্কা দেন মোটরসাইলে চালক আমিন দেওয়ান। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মূলত বেপরোয়া চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় পিকআপে থাকা দুজনও গুরুতর আহত হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

(ঢাকাটাইমস/০৭/এআর)