ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠানে সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২২, ১৭:৫১

দাঁতের চিকিৎসাসহ বিভিন্ন ধরনের ডেন্টাল অপারেশন করার প্রয়োজনীয় ডিগ্রি না থাকায় চুয়াডাঙ্গায় এক ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা হয়েছে প্রতিষ্ঠানটি।

চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে অবস্থিত জাম্মি ডেন্টাল কেয়ারে রবিবার দুপুর ১টার দিকে ওই অভিযান চালায় সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, অপচিকিৎসা দেয়ার গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রেলবাজারের জাম্বি ডেন্টাল কেয়ারে অভিযান চালানো হয়। ডেন্টাল ক্লিনিকের মালিক চিকিৎসক পরিচয়দানকারী আহমদ জামিল মুজহারি ওরফে জাম্মির কাছে দাঁতের চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয়। জাম্মি সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে জাম্মি ডেন্টাল কেয়ার সিলগালা করার আদেশ দেয়া হয়। অভিযুক্ত ব্যক্তি তার ডেন্টাল ক্লিনিকে বিগত ৫-৬ বছর যাবত দাঁতের চিকিৎসা দিয়ে আসছিল। অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের একটি টিম।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :