ম্যান ইউর জার্সি পরার যোগ্যতা নেই রোনালদোদের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ মে ২০২২, ১৮:৪৮ | প্রকাশিত : ০৮ মে ২০২২, ১৮:২৫

খুবই বাজে সময় কাটাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এবার জিততে পারল না পুচকে ব্রাইটনের বিপক্ষেও। শনিবার রাতে ব্রাইটনের মাঠে হেরেছে ৪-০ গোলের বড় ব্যবধোনে। তাতেই চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন দেখেছে দলটি। দলের এই বাজে পারফরম্যান্সের দায় ক্লাবটির ফুটবলারদের দিচ্ছেন সমর্থকরা।

ব্রাইটনের বিপক্ষে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ক্লাবটির সমর্থকরা খেলোয়াড়দের উদ্দেশ্যে ক্ষোভ থেকে স্লোগান দিতে থাকেন, ‘তোমরা এই জার্সি পরার যোগ্য নও।’ তাদের মতে, এমন পারফরম্যান্সের পর ক্রিশ্চিয়ানো রোনালদো, পল পগবাদের এই জার্সি পরার যোগ্যতা নেই।

ম্যাচের পর স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ সেই স্লোগান দলের প্রাপ্য ছিল বলে উল্লেখ করেছেন, ‘আমি নিজেও দায় নিচ্ছি। আমরা আজকে যা করেছি, আমি আজকে যা করেছি তা ইউনাইটেডের জার্সি গায়ে চড়ানোর জন্য যথেষ্ট ছিল না। আমি সেটা মেনে নিচ্ছি।’

ম্যাচের ফল নিয়ে কথা বলতে গিয়ে এক ধরনের অসহায়ত্বের আভাসই পাওয়া গেছে এই পর্তুগিজ মিডফিল্ডারের কণ্ঠে, ‘ম্যাচের ফল তো আর বদলানো যাবে না। এটা একেবারেই যথেষ্ট নয়। তারা (ব্রাইটন) আমাদের কোন সুযোগ দেয়নি। জয়টা তাদেরই প্রাপ্য ছিল।’

ব্রাইটনের বিপক্ষে হারের পর ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা ব্রাইটন ৪৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের নবম স্থান। আর ৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। এদিকে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ম্যান সিটি একই পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দুই নম্বরে।

(ঢাকাটাইমস/০৮মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি, আলোচনায় কোহলি-গম্ভীর দ্বৈরথ

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান: নিক পোথাস

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হচ্ছে ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসনের

লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন টাইগার কোচ নিক পোথাস

মেসির খেলার খবর শুনেই শেষ ম্যাচের টিকিট

এবার জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :