বিচারপ্রার্থীরা যেন প্রকৃত বিচার পায়: প্রধান বিচারপতি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২২, ২০:৪৪

বিচারপ্রার্থীরা যেন প্রকৃত বিচার পায় সেদিকে খেয়াল রাখতে বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এসময় তিনি আদালতের মামলা জট নিরসনে বিচারক ও আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন।

রবিবার রাজবাড়ী জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামানকে ক্রেস্ট ও মানপত্র উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। আদালত চত্ত্বরে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘মানুষ বিপদে পড়ে আদালতে আসেন। একটি কেস যদি ২০ থেকে ৩০ বছর ধরে চলে, তাহলে মানুষের কেন আস্থা থাকবে। মানুষের আত্মবিশ্বাস থাকবে না। আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।’

রাজবাড়ীতে কালুখালী উপজেলার আদালত নেই জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া আইনজীবীদের সঙ্গে রাজবাড়ী আদালতের যে সমস্যা আছে তা সুরাহার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এটিএম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ীর পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজন কুমার বোস, সাবেক সভাপতি স্বপন কুমার সোম, মঞ্জুর মোর্শেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/০৮মে/কেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :