ভৈরবে পরিত্যক্ত প্রাইভেটকারে মিলল ফেনসিডিল

প্রকাশ | ০৮ মে ২০২২, ২১:০৪

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে ৬০৯ বোতল ফেনসিডিলসহ মাহবুব নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটক মাদক কারবারি নরসিংদী জেলার রায়পুরা থানার পিরিজকান্দি এলাকার গোলাপ মিয়ার ছেলে।

রবিবার রাতে পৌর শহরের কমলপুর এলাকার নিউ টাউন এলাকার শাহিন মিয়ার বাড়ির পাশে ঘরে ও চন্ডিবের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেনের বাড়ির পূর্বপাশের পাকা রাস্তার উপর পরিত্যক্ত প্রাইভেটকারে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বেলা ১১টায় প্রেসবিফিং করে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, পৃথক দুটি অভিযানে ৬০৯ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদে রবিবার রাতে পৌর শহরের কমলপুর নিউ টাউন এলাকার শাহিন মিয়ার দক্ষিণ পাশের ঘরে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। 

এসময় আটক আসামির দখল থেকে ৩০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

এছাড়া আরেক অভিযানে পৌর শহরের চন্ডিবের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেনের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটক আসামিকে জিঙ্গাসাবাদে স্বীকার করেন যে, সে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য ফেনসিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে থাকে। উদ্ধার মাদকদ্রব্য এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)