মুন্সিগঞ্জে যুব মহিলালীগ নেত্রীকে ‘গুম করার হুমকি’ শ্রমিকলীগ নেতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মে ২০২২, ১১:২৭ | প্রকাশিত : ০৯ মে ২০২২, ১১:০৭

মুন্সিগঞ্জ শিল্পায়ন আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেমের বিরুদ্ধে গুম ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনেছেন সদর থানা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হুমাইয়ারা আক্তার রিমা। এঘটনায় আতংকে দিন পার করছেন ভুক্তভোগী। হুমকিদাতা শ্রমিক লীগ নেতা কাশেমের বিরুদ্ধে যুব মহিলা লীগ নেত্রী শনিবার মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্র ও অভিযোগকারীর সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি শ্রমিক লীগ নেতা আবুল কাশেম যুব মহিলা লীগ নেত্রী রিমা ও তার স্বামীকে খুন-জখমের হুমকি দেন। এ ঘটনার পর যুব মহিলা লীগ নেত্রী রিমা গত ৩০ এপ্রিল মুন্সিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার পর আবুল কাশেম আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ৬ মে বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সিগঞ্জ পৌর এলাকার যোগিনীঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় পথ আটকে রিমা ও তার স্বামীকে মারধর করতে উদ্যত হন কাশেম। এসময় ‘থানায় অভিযোগ করে তুই আমার কিছুই করতে পারবি না, পুলিশ আমার পকেটে থাকে’ বলে ঔদ্ধত্যপূর্ণ কথঅ বলেন শ্রমিক লীগ নেতা।

আবুল কাশেম হুমকি দিয়ে আরও বলেন, ‘তুই ও তোর স্বামী আমার সব কাজের বাধা। তোদের রাস্তাঘাটে সুযোগ মতো পেলে উঠিয়ে নিয়ে গুম করে ফেলব এবং তোদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেবো।’

অভিযোগকারী হুমাইয়ারা আক্তার রিমা বলেন, ‘কাশেম বিভিন্ন জায়গায় শ্রমিকলীগের পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। আমার স্বামী জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চাঁদাবাজির প্রতিবাদ করায় কাশেম ক্ষিপ্ত। দফায় দফায় হুমকি প্রদান করছেন তিনি। সর্বশেষ আমার স্বামীকে না পেয়ে আমাকে হুমকি দিয়েছেন। তার এ ধরনের আচরণে আমি আশঙ্কা করছি, তার দ্বারা যে কোনো সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি হতে পারে।’

অভিযোগের বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আবুল কাশেমকে পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/০৯মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :